বকেয়া বেতন পরিশোধের দাবিতে এফপিএবি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সারাদেশে ১২০০ কর্মকর্তা-কর্মচারীর ২২ মাসের বেতন বকেয়া পরিশোধে দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টার থেকে রাজধানীর বিজয় নগর পানির ট্যাংকি সংলগ্ন কালভার্ট রোডে এফপিএবির প্রধান কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীর। গতকালও একই দাবিতে তারা বিক্ষোভ করেছেন।


বিক্ষোভে অংশ নেওয়া এফপিএবির রাঙ্গামাটির জেলার কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) একটি এনজিও প্রতিষ্ঠান। আমাদের বেতন অপারেশনাল প্ল্যান (ওপি) মাধ্যমে হতো। ওপি বন্ধ হওয়ায় গত ২২ মাস আমাদের ১২০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন হয় না।

অবস্থান কর্মসূচি চলাকালে তারা আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও স্বৈরাচারের দোসর হাসিনা আমলের সাবেক রাষ্ট্রদূত এফপিএবির বর্তমান সভাপতি মসমূদ মান্নান ও তার দুর্নীতিবাজ সহযোগিদের পদত্যাগের দাবি জানান।

এছাড়া বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বেতন নিয়মিত করণ, সাবেক কর্মীদের বেতন ও গ্র্যাচুইটির পাওনা টাকা প্রদান, দাতা সংস্থা আইপিপিএফ এর সদস্যপদ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।


আমার বার্তা/জেএইচ