ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর মিলেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউ মার্কেট-সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
উভয়পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি একটি কোচিং সেন্টারের আইডি কার্ডকে কেন্দ্র করে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করেই আজ উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের বিষয়ে কথা বলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
তিনি বলেন, সংঘর্ষের পর পুলিশ সদস্যরা দু’পক্ষের মাঝখানে অবস্থান নেন। এতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক।
ডিসি মাসুদ আরও বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলবো। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আমার বার্তা/এল/এমই