অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান চলমান

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৭:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। 

নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার, ১৭ আগস্ট সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-সাভার আওতাধীন কলমা, গৌরীপুর, গরুরহাট, আশুলিয়া কলেজ রোড, বড় আশুলিয়া সাভার, ঢাকা এলাকার ০৫ টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/ সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ০.১ কি:মি: বিতরণ লাইনের রুট নেক্স ওয়াশিং ও মা থ্রেড এন্ড এক্সেসরিজ নামক ২টি শিল্প ও ৩টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্নসহ ১০০ মিটার লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ৮,২৮,৫৮৫/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া, একটি শিল্প গ্রাহককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে।

একই দিনে, হাসিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সোনারগাঁও, জোবিঅ -সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুরের সোনারগাঁও ইকোনোমিক জোন সংলগ্ন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৩টি অবৈধ চুনা কারখানা ও ২টি হোটেল/রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্নসহ ১.৫” ডায়া বিশিষ্ট ২০ ফুট এমএস লাইন পাইপ, বিভিন্ন ক্যাপাসিটির স্টার বার্নার ১৫ টি অপসারণ/জব্দ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয়েছে এবং এক্সকেভেটরের মাধ্যমে মালামাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ১.৫" পিভিসি পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়েছে। ২টি রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া, অভিযোগের প্রেক্ষিতে গ্রাহক আবু তাহের (গ্রা.সং-১০২ -০১৭০৭), ঠিকানা-ডি এম সি ৮৬, পশ্চিম নাখাল পাড়া, ঢাকা এর আঙিনা ভিজিল্যান্স বিভাগ কর্তৃক সরজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে ০৭ তলা বিশিষ্ট ভবনে ১১ (এগারো) ডাবল চুলায় গ্যাস ব্যবহার পরিলক্ষিত হয়। গ্রাহক প্রদর্শিত বিল বই অনুযায়ী অনুমোদিত চুলার সংখ্যা ০৪(চার) ডাবল। অনুমোদন অতিরিক্ত ০৭ (সাত) ডাবল চুলায় গ্যাস ব্যবহার জনিত কারনে সংযোগটি তাৎক্ষণিক ভাবে বিচ্ছিন্ন করে TGTDCL-1388137 নম্বরের প্ল্যাস্টিক সীল স্থাপন করা হয়েছে। বিচ্ছিন্নকৃত ০১ (এক) টি রেগুলেটর সংশ্লিষ্ট জোনে (মেঢাবিবি-৪) জমা প্রদান করা হয়েছে।


আমার বার্তা/এল/এমই