সুন্দরবন স্কয়ার মার্কেটের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ছিল মোবাইল এক্সেসরিজের গোডাউন। সকাল ৯টায় গোডাউন মাত্র খোলা শুরু করেন ব্যবসায়ীরা। এর এক ঘণ্টা পরই আগুন লাগে। মুহূর্তেই আগুনের খবরে দিশেহারা হয়ে পড়ে ব্যবসায়ীরা।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচতলায় জজ মিয়া নামে একজনের দুটি গোডাউন পুড়ে বেশ ক্ষতি হয়েছে। গোডাউন দুটিতে মোবাইল এক্সেসরিজের প্রায় এক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শাহ পরান নামে একজন ব্যবসায়ী বলেন, তার পঞ্চম তলায় পশ্চিম পাশে একটি গোডাউন রয়েছে। তার গোডাউনের পাশেই জজ মিয়ার দুটি গোডাউন। জজ মিয়ার গোডাউন দুটি পুড়ে গেছে। গোডাউন দুটিতে প্রায় কোটি টাকার মালামাল ছিল।

আব্দুল মান্নান নামের আরেকজন ব্যবসায়ী বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন মার্কেটে। চতুর্থ তলায় তার তিনটি গোডাউন রয়েছে। তার দোকানে অবশ্য আগুন পৌঁছাতে পারেনি।

তিনি ফায়ার সার্ভিসের প্রশংসা করে বলেন, ফায়ার সার্ভিসের তড়িৎ ভূমিকার কারণে আগুন অন্য গোডাউনে ছড়াতে পারেনি। না হলে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো।

জীবন কুমার নামে পঞ্চম তলায় ভিশন এক্সেসরিজের একটা গোডাউনের কর্মচারী বলেন, তিনি দোকান খুলে জিনিসপত্র পরিস্কার করছিলেন। এমন সময় চারদিকে ধোঁয়া। ভয়ে গোডাউন বন্ধ করে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। ১১ ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


আমার বার্তা/এমই