রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগা ওই ভবনটিতে ফ্যামিলি বাসা এবং মার্কেট উভয় রয়েছে। বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ করে ভবনটিতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
আমার বার্তা/এমই