জামায়াতের সমাবেশ
পোলাও ১০০ টাকা এবং চিকেন ফ্রাইসহ খিচুড়ি প্লেট ৭০ টাকা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে ফুটপাতে বসেছে ভাসমান দোকান। এতে ভিবিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। দোকানগুলোতে এক প্যাকেট পোলাও ১০০ টাকা এবং চিকেন ফ্রাইসহ খিচুড়ি প্লেট ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত এসব ভাসমান দোকান বসতে দেখা যায়।
দেখা গেছে, কেউ ট্রাকে করে খিচুড়ি বিক্রি করছেন, অনেকে বড় বড় পাতিলে করে রান্না করা খিচুড়ি, পোলাও বিক্রি করছেন। আবার কেউ কেউ সিঙ্গারা, সমুচা, পরোটা, পাউরুটি, কলা, আচার, লেবুর শরবত, আনারস, আম ও পানি বিক্রি করছেন। জাতীয় সমাবেশে স্লোগান সম্বলিত পাতলা গেঞ্জি ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ চলছে। সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন। ইতোমধ্যে উদ্যানের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মীতে। মাঠে স্থান না পেয়ে অনেকে সড়কে, রমনা পার্কে অবস্থান করছেন।
নিরাপত্তা ও জনসেবার অংশ হিসেবে সমাবেশস্থলে রাখা হয়েছে পাঁচ শতাধিক অস্থায়ী টয়লেট, এক হাজার পানির কল, ১৫টি মেডিকেল বুথ, ১৫টি পার্কিং স্পট এবং হাজারো চেয়ার। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক। রাজধানীজুড়ে ৪০০টির বেশি মাইক বসানো হয়েছে এবং ৫০টিরও বেশি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে।
এই সমাবেশে ঢাকাসহ সারাদেশ থেকে বাস, ট্রেন, লঞ্চযোগে হাজার হাজার নেতাকর্মীর আগমন ঘটছে। যানজট বা সাময়িক ভোগান্তির জন্য নাগরিকদের কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে দলটি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এককভাবে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশে ১০ লাখের বেশি মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে দলটি। সমাবেশ থেকে ‘জাতীয় ঐক্য’ ও ‘কল্যাণ রাষ্ট্র’ গঠনের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ