মৃত্যুর ৯ ঘণ্টা পর পরিচয় মিলল হতভাগ্য নিহত রিক্সা চালকের

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রিকশায় ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে গিয়ে চিরনিদ্রায় চলে গেলেন হতভাগ্য রিকশা চালক

অবশেষে মৃত্যুর ৯ ঘণ্টা পর পরিচয় মিলল ঢাবির টিএসসি চত্তরের পাশ থেকে নিহত হতভাগ্য সেই রিকশা চালকের। তার নাম দুলাল সরকার বয়স আনুমানিক ৬৫ বছর।

নিহত দুলাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চান্দের বাজার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। জানা গেছে ঢাকায় ভাসমান অবস্থায় থেকেই তিনি রিকশা চালাতেন।

মঙ্গলবার(১ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মিঠু ফকির জানান, গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে থাকা রিক্সার ওপর বিশ্রাম নিচ্ছিলেন ওই রিক্সা চালক। গতকাল বিকেলের দিকে ক্লান্ত শরীরে বিশ্রাম নেওয়ার জন্য নিজের রিক্সাতেই টিএসসি চত্বরে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোন সারা শব্দ না পেয়ে আশেপাশের পথচারী ও শিক্ষার্থীরা বিষয়টি আমাদেরকে অবগত করেন। পরে আমরা  এসে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনেক আগেই মারা গেছেন ওই রিক্সাচালক। পরে মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছিল।

তিনি আরো জানান,মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন ওই রিক্সা চালক। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল। গতরাত সারে তিনটার দিকে অজ্ঞাতনামা ওই রিকশাচালকের পরিচয় পাওয়া যায়। তার পরিবারের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয় আমাদের সাথে। তাদের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। তাই আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে আমাদের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ খালিদ মুনসুর স্যারের নিজ চেষ্টায় অ্যাম্বুলেন্স ভাড়া করে ওই রিকশা চালকের মরদেহ তার দেশের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।


আমার বার্তা/এম রানা/জেএইচ