রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন সর্বস্ব
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর পল্টন মোড়ে বাসের ভেতর মোঃ ফাহাদ আহমেদ (২৮) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন।
আজ সোমবার সকাল ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় সকাল নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসা হয়।
ফাহাদ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবির বাড়ি গ্রামের মোঃ সেলিম মাহমুদের ছেলে। তিনি কসমেটিকস ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু বিপ্লব মিয়া জানান, আমরা দুজনেই ময়মনসিংহে কসমেটিকসের ব্যবসা করি।
ঢাকার চকবাজার থেকে পাইকারি কসমেটিকস কেনার জন্য ময়মনসিংহ থেকে বাসে করে প্রথমে মহাখালী বাস স্ট্যান্ডে আসি। পরে প্রভাতী নামে একটি বাসে করে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা হই। এ সময় পাশাপাশি সিট না থাকায় আমার বন্ধু ফাহাদ পিছনের সিটে বসে আর আমি তিন চারটা সিটের সামনে বসি। পরে পল্টন মোড়ে বাস থেকে নামার জন্য ফাহাদকে ডাকতে গিয়ে দেখি সে সিটের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে। তখন আমি বুঝতে পারি অজ্ঞান পার্টির প্রতারক চক্রের কবলে পড়েছে ফাহাদ। কসমেটিক কেনার জন্য বাসা থেকে ফাহাদ দুই লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিল। প্রতারক চক্ররা তাকে অজ্ঞান করে সে টাকাগুলো নিয়ে গিয়েছে। পরে দ্রুত আমার বন্ধুকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মেডিসিন ভবনে ভর্তি দেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আজ সকালের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে জরুরী বিভাগে আনা হয়েছিল। পরের চিকিৎসক তাকে মেডিসিন ভবনের ৭০১ নং ওয়ার্ডে ভর্তি দেন। সে সম্পূর্ণ সুস্থ হলে জানাজাবে কি পরিমান টাকা পয়সা খোয়া গেছে তার কাছ থেকে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/জেএইচ