এসএসসি যশোর বোর্ড-৯২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

যশোর বোর্ডের এসএসসি-৯২ ব্যাচের পুনর্মিলনী ও আলোচনা সভা আজ শুক্রবার যশোরের জেস গার্ডেনে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে যশোর বোর্ডের আধীনে তৎকালীন ১৬টি জেলার ছয় শতাধিক এসএসসি-৯২ ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করেন। তাপস কুমার ঘোষের পরিচালনায় পরিচিতি পর্ব ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব অটুট রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়। যশোর বোর্ড ৯২-এর লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন এ কে এম হুমায়ুন কবির। ৩০ বছর পূর্তি উপলক্ষে যশোরে এই মহামিলনমেলা উদযাপন করা হয়।

এবি/ জিয়া