ইবির ‘ডি’ ইউনিটে পাশ ৮০ শতাংশ, প্রথম চুয়াডাঙ্গার বিপ্লব

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১২:৩৬ | অনলাইন সংস্করণ

  ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট অংশগ্রহণকারী ২ হাজার ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬০৮ জন পাশ করেছেন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮০ শতাংশ। 

এদিকে এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বিপ্লব হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাবর আলীর ছেলে। তার রোল নম্বর ডি-১৯৫৭। বিপ্লব দামুড়হুদা ডি.এস. দাখিল মাদ্রসা থেকে মাধ্যমিক (দাখিল) ও বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক (আলিম) সম্পন্ন করছেন। উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন বিপ্লব।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও আরবি ভাষা সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব বলেন, মোট ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট তিনটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তৃতীয় মেধাতালিকার সর্বনিম্ন নম্বর ৭১.৪০ (জিপিএ সহ)। এবারে ২০১১ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ১৬০৮ জন পাশ করেছেন। তাদের সাক্ষাৎকার ও ভর্তির সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ভর্তির পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবি/ওজি