পরিবেশ দিবসে ইবিতে বৃক্ষরোপণ

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

  ইবি সংবাদদাতা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় ক্যাম্পাসের বটতলা এলাকায় বৃক্ষরোপণ করে শাখা ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন ও ড. শরিফুল ইসলাম জুয়েল।

এদিকে দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপনের আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীণ ভয়েস’। সংগঠনটির সভাপতি মুখলেছুর রহমান সুইটের সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। পরে তারা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে।