জকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের ২ প্রার্থীর জয়

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবিরের প্যানেলে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীই জয়লাভ করেছেন। তারা হলেন নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। তারা দুজনই জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিষয়ক পদে নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছে ২৯১৩ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৫৫৭ ভোট। 

প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে শিবিরের প্যানেল। এছাড়া ছাত্রদল ৪টি ও স্বতন্ত্র ১টি পদে জয় পেয়েছে।


আমার বার্তা/জেএইচ