বিজয়ের মাস: ঢাবিতে জমকালো বিজয় র‌্যালি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মহান বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের এ মাসকে ধারণ করতে জমকালো বিজয় র‍্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার (১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে র‍্যালিতে যোগ দেন উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ ডাকসু নেতৃবৃন্দ।
 
বিজয় র‍্যালিতে যোগ দিয়ে ঢাবি উপাচার্য বলেন, ডিসেম্বর একটি মাইলফলক। জাতির ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রয়োজনে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জাতির পাশে দাঁড়িয়েছে।
 
এ বিজয় র‍্যালিকে ঐক্যবদ্ধের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো যেকোনো পরিস্থিতিতেই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমার বার্তা/এল/এমই