প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি চবি শিক্ষার্থীদের
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষা সংযুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ এসোসিয়েশন' নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করেন।
সংগঠনটির কো-লিড অরগানাইজার মাসউদুর রহমান ফাহাদ মানববন্ধন সঞ্চালনা করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চাকসুর প্রতিনিধি, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক বলেন, বাংলাদেশের ৯২ শতাংশ মুসলমানই সিদ্ধান্ত নেবে এদেশের শিক্ষা ব্যবস্থা কোন পদ্ধতিতে চলবে। তিনি সরকারকে যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।
ইসলামিক স্টাডিজ এসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান ফাহমিদ বলেন, এদেশে পতিতাদের যৌনকর্মী হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে। অপরদিকে মক্তব শিক্ষা ব্যবস্থা ভারতীয় মদদে বন্ধ করা হচ্ছে। আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।
আমার বার্তা/এমই
