জবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন করা হবে ২৭ অক্টোবর

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২০:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’ আগামী সোমবার (২৭ অক্টোবর) সীমিত পরিসরে উদযাপন করা হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনজাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজনের প্রস্তুতি নিয়েছে। সোমবার সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন-পায়রা উড়ানোর আয়োজনও থাকবে।

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশজবি শিক্ষার্থী জোবায়েদ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

এর আগে নির্ধারিত ২২ অক্টোবর তারিখে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেনের মৃত্যুতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল।

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা ৪৫ মিনিটে শহীদ মিনার চত্বর থেকে রায়সাহেব বাজার পর্যন্ত বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী চারুকলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য।

দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আলোচনা সভা ও গত বছরের চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

বাদ যোহর ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় দিবসের দিন (২৭ অক্টোবর) সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই