এলডিসি গ্র্যাজুয়েশনে যুব ও শিক্ষাবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত “বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক এবং কাঠামোগত রূপান্তর: অর্থনৈতিক রূপান্তরে যুব ও শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান অতিথি ড. আনিসুজ্জামান চৌধুরী।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আওতাধীন সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট (এসএসজিপি) এর যৌথ উদ্যোগে ঢাকার বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক এবং কাঠামোগত রূপান্তর: অর্থনৈতিক রূপান্তরে যুব ও শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিভাগ থেকে উত্তরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এ প্রক্রিয়ায় স্থগিততার সুযোগ নেই; বরং উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই উত্তরণ নিশ্চিত করতে হবে। তিনি জানান, এই রূপান্তর পরিচালনায় একটি উচ্চ-স্তরের পর্যবেক্ষণ কমিটির অধীনে কৌশলগত রূপরেখা প্রণয়ন করা হয়েছে যাতে উত্তরণের সময় ন্যূনতম ক্ষতি হয়।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর প্রাক্তন সভাপতি ড. মো. সবুর খান। তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে শিক্ষার্থী ও যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণে অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক রূপান্তরে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম. আর. কবির। প্যানেল আলোচনায় অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর সিইও মিসেস ফেরদৌস আরা, এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন সচিব ও এসএসজিপি উপদেষ্টা আব্দুল বাকি।

এছাড়াও বক্তব্য রাখেন ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. জাহাঙ্গীর।

আয়োজকরা জানান, এই সেমিনারটি নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মধ্যে ইন্টারেক্টিভ সংলাপের সুযোগ তৈরি করবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নযাত্রায় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


আমার বার্তা/এমই