ডিআইইউতে ফটো এডিটিং ওয়ার্কশপ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬ | অনলাইন সংস্করণ
ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ'র) ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ফটো এডিটিং ওয়ার্কশপ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে শুরু হলো ফটো এডিটিং ওয়ার্কশপ।দুপুর ১টা থেকে শুরু হয়ে ৩টায় শেষ হয় কর্মশালা । ওয়ার্কশপে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা মুজাহিদুর রহমান, চিফ অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক মিলি রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.এ.টি.এম মাহাবুর রহমান সরকার।
উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের তোলা ছবি ও ভিডিও ব্যবহার করে প্রদর্শনী করা হবে।এবং প্রশিক্ষণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপাচার্য।
কর্মশালার প্রশিক্ষক ও ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি লিটন মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের ফটোগ্রাফি ও এডিটিং দক্ষতাকে আরও সমৃদ্ধ করা। আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিয়মিত এমন কর্মশালা আয়োজনের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের ফটোগ্রাফির মৌলিক কৌশল, পোর্ট্রেট, ফটোশপ, লাইটরুমসহ বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার এবং এডিটিং–এর ব্যবহারিক দিক তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণ করা শিক্ষার্থী পূর্ণ বলেন, “আমরা অনেক কিছু শিখতে পেরেছি ফটো এডিটিং-এর। এখন আমরা যেকোন ছবি এডিট করতে পারব এবং সহপাঠীদেরও শেখাতে পারব। আমরা চাই এরকম কর্মশালা আরও হোক।”
এই কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ফটোগ্রাফি ও ফটো এডিটিং–এ দক্ষ করে তোলা এবং তাঁদের সৃজনশীলতাকে উজ্জীবিত করা। অংশগ্রহণ করা শিক্ষার্থীদের ক্যামেরায় তোলা সাধারণ ছবি এডিটিং–এর মাধ্যমে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা যায় সেটা প্রশিক্ষণ দেওয়া হয়।
ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজক কমিটি বলেন, ভবিষ্যতেও এমন কর্মশালা অব্যাহত থাকবে।যাতে শিক্ষার্থীরা ভালো ভাবে ছবি ও ভিডিও নিজেই এডিটিং করতে পারে।
আমার বার্তা/এমই