দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের সব পরীক্ষা স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন উৎসব উপলক্ষে আগামী ১২ দিনের জন্য সব পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসব উদযাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ১২ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট এবং অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার ভিত্তিতে নেওয়া হয়েছে।

স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

আমার বার্তা/এল/এমই