ডাকসু নির্বাচন
ফেসবুক পেজ বন্ধ চায় প্রশাসন, অ্যাডমিনকে তলব
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নামে খোলা একটি ফেসবুক পেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামের পেইজটির অ্যাডমিন জুলিয়াস সিজার তালুকদারকে তলব করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রাব্বানীর সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-এর মাধ্যমে ডাকসু নির্বাচনের প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা এবং চরিত্র হননের বিষয়ে অভিযোগ পেয়ে আপনার পেইজটি বন্ধ রাখতে বারংবার অনুরোধ করা সত্ত্বেও অদ্যাবধি আপনার পেইজটি বন্ধ করেননি।
আরও বলা হয়েছে, এমতাবস্থায়, ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলার উত্তর পাশের সভাকক্ষে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের জরুরি সভায় সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
আমার বার্তা/জেএইচ