ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩ | অনলাইন সংস্করণ
ইবি সংবাদদাতা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও দেশব্যাপী শিবিরের নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দুপুর দেড়টায় অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার, ‘শিবিরের ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেয়।
সবাবেশে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের কোনো কমিটি ছিল না। কিন্তু পাঁচ আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর কি এমন হলো একদিনে রাতারাতি সবাই ছাত্রশিবির হয়ে গেলেন। আপনারাই বিগত ১৬ বছর ঐ ফ্যাসিবাদের পক্ষে ছিলেন আর গনতন্ত্রবাদী মানুষের উপর নির্যাতন ও ছাত্রীদের উপর ধর্ষণ চালিয়েছেন। আপনারা সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধষণের হুমকি দেন তখন আমাদের নিন্দা জ্ঞাপন করতেও লজ্জা হয়।
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর একাত্তর চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি অতিদ্রুত এই ধর্ষণের হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে। ছাত্রশিবিরকে এই ধর্ষকের লালনপালন বন্ধ করতে হবে। ধর্ষণ, অস্ত্র ও হল দখলের রাজনীতি সারা বাংলাদেশে কোথাও চলতে পারবে না। ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, আপনাদের ছেলেদের থামান। আপনারা যেন ধর্ষণের পক্ষে কেউ অবস্থান নেবেন না। এছাড়া তিনি তার বক্তব্যে ইবি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদের খুনিদের দ্রুত গ্রেফতার ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে শিক্ষার্থীদের হয়রানি নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে প্রশাসন ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই