ঢাবি ক্যাম্পাসে খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের খাবার বিতরণ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ঢাবি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মো. তাফাজ্জুল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ ও ছাত্রনেতা শাকিকুল ইসলাম সাগর।

এছাড়াও ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, এস এম হল ছাত্রদলের সদস্য সচিব ইয়ানাথ ইসলাম, ছাত্রনেতা আতিকুল ইসলাম সজীব, জিয়া হল ছাত্রদলের সামীর সাদিক, মুজিব হলের আরেফিন হাবিব, বিজয় একাত্তর হলের রবিন, এস এম হলের মাশুক তাজোয়ার মুগ্ধ, মাহফুজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের এ কার্যক্রম নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, “বেগম খালেদা জিয়া বিশেষ দিনগুলোতে গরিব ও এতিম শিশুদের মাঝে সময় কাটান। তাঁর আদর্শকে ধারণ ও লালন করতেই আমাদের এই সামান্য প্রচেষ্টা। আগামীতে ছিন্নমূল ও পথশিশুদের জন্য আমাদের সাধ্যের মধ্যে কাজ চালিয়ে যাব।”

আমার বার্তা/এল/এমই