জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আইইউবিতে স্মৃতিচারণ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ‘মোয়ার্স অফ দ্য জুলাই মুভমেন্ট’ শীর্ষক এক বিশেষ স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা ভাগাভাগি করেন।
আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা, যাকে একটি একাডেমিক প্রকাশনায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর এখন তরুণদের, বিশেষ করে শিক্ষার্থীদের দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে।
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আগামী কয়েক সপ্তাহজুড়ে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে আইইউবি। এর মধ্যে রয়েছে- একাডেমিক সেমিনার, সঙ্গীত ও নাটক পরিবেশনা, আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, এবং দাবা ও ফুটসাল টুর্নামেন্ট।
আমার বার্তা/এল/এমই