গুচ্ছে থাকবে না ইসলামী বিশ্ববিদ্যালয়, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৬:০১ | অনলাইন সংস্করণ

  ইবি সংবাদদাতা

ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা একক পদ্ধতিতে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১২৫ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভা শেষে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় শিক্ষকরা গুচ্ছের ভোগান্তি ও সমস্যার বিষয়গুলো উপাচার্যের কাছে তুলে ধরেছেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে একক পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও উপাচার্য অনিবিলম্বে ইবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিং ডেকে পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

এবি/ওজি