জবিতে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১১:৫৭ | অনলাইন সংস্করণ

  জবি প্রতিনিধি

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ,কবি নজরুল কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। 

 বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপকের ড. কামাল উদ্দিন আহমদ নবীন সাংবাদিকদের  আহ্বান জানান, যেকোনো বিষয়ে রিপোর্ট করার আগে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আলোচনা করে পূর্ণাঙ্গ রিপোর্ট করতে। তিনি আরও বলেন সাংবাদিকদের শব্দ চয়নেও স্মার্ট হতে হবে।

এছাড়াও  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, জবি নীল দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাফিস আহমদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।

আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কর্মরত সাংবাদিক প্রতিনিধিগণ।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

এবি/ওজি