শেকৃবিতে ক্লাস চলাকালীন খসে পড়লো সিলিং

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১১:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং খুলে পড়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এ নিয়ে আতঙ্কিত শিক্ষার্থীরা। দ্রুত ক্লাসরুম সংস্কারের দাবি শিক্ষার্থীদের।

সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের লেভেল-৩ সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা ল্যাব ক্লাসের জন্য জেনেটিক্স বিভাগের এম‌এসের ক্লাস রুমে যান। ক্লাস শুরু হ‌ওয়ার কিছুক্ষণ পরেই সিলিং খুলে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ক্লাসে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, স্যার বোর্ডে লিখতে যাবে এই সময় ওপর থেকে সিলিং খুলে পড়ে। অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। অধিকাংশ রুমের অবস্থায় খারাপ। ক্লাস রুমগুলোর সংস্কার অতীব জরুরি।

ক্লাসে উপস্থিত কোর্স টিচার প্রফেসর ড. কাজী কামরুল হুদা বলেন, ল্যাব ক্লাসের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। পরে আমি বোর্ডে লিখতে যাব এই সময় সিলিং খুলে পড়ে। তারপর আর সেখানে ক্লাস নেওয়া হয়নি আমরা অন্য আরেকটি রুমে গিয়ে ক্লাস শেষ করি।

আমার বার্তা/এল/এমই