ববির অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন ড. তৌফিক আলম

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষক।

মঙ্গলবার (১৩ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে একই রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রাব্বানি এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অপসারণের বিষয়টি নিশ্চিত করে।

সাবেক প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ উভয়েই প্রজ্ঞাপনের বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন।

উল্লেখ্য, উপাচার্য অপসারণের দাবিতে টানা ২৮ দিন ধরে আন্দোলন করে আসছিলেন ববির শিক্ষক-শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন এবং মঙ্গলবার বিকেল ৫টা থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

অবশেষে সরকারের হস্তক্ষেপে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসে এবং অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।


আমার বার্তা/জেএইচ