ঢাবি ক্যাম্পাসে যানজট নিরসনের দাবিতে প্রশাসনকে স্মারকলিপি

প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানজট নিরসন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব শিক্ষা-পরিবেশ নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ এবং বিতর্কিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, আমরা শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছি। প্রক্টর স্যার আমাদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একমত। তারা এ দাবিগুলো নিয়ে কাজ করবে দ্রুতই।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় শিক্ষার্থীদের জন্য একটি ফার্মেসি স্থাপনের জন্য তারা কাজ শুরু করেছেন। একই সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ব্যবস্থা চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ট্রান্সজেন্ডার কোটা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করার পর থেকেই আমরা আন্দোলন শুরু করেছিলাম এটি বাতিলের জন্য। সে সময় এটি বাদ দেওয়া হলেও আবারও ভর্তির জন্য ভাইভার বিজ্ঞপ্তিতে কোটা অংশে ট্রান্সজেন্ডার কোটা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর স্যার জানিয়েছেন কপি পেস্ট করার কারণ এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে।

তিনি ডাকসুর অগ্রগতি বিষয়ে বলেন, আমাদের জানানো হয়েছে ডাকসুর যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এখন ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন কমিশন গঠনের কাজ চলছে। একাজগুলো হয়ে গেলে ডাকসু নির্বাচনের জন্য তপশিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আমাদের দাবি তপশিল ঘোষণার পূর্বে স্বৈরাচারের দোসর ছাত্রলীগ ও শিক্ষকরা যারা মদদ দিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে।


আমার বার্তা/এমই