জবি ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ | অনলাইন সংস্করণ
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফটোগ্রাফিক সোসাইটির ৭ সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন ফটোগ্রাফিক সোসাইটির সম্মানিত মডারেটর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম স্যার, ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গণের উপস্থিতিতে সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হক অসুস্থ থাকায় তাঁর আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। এছাড়াও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ফটোগ্রাফিক সোসাইটির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
মডারেটর দ্বীন ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাদিয়া ইসলাম ইফতিকে আহ্বায়ক ও মো. মিনহাজুল ইসলাম, মো. রেজোয়ান কবীর রিজভী, মো. আরিফুজ্জামান খান, মো. বেলায়েত হোসেন, মো. আমানুল হাসনাত সাকিব, মো. শামছ্ হাসান সাজিদকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
এবি/জেডআর