ই-পেপার বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাঙনের অপেক্ষায় জাপা

মুনিরুল তারেক
১২ অক্টোবর ২০২২, ১৪:৫০

এক ভিডিও বার্তায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ জানিয়েছেন, চলতি অক্টোবর মাসেই দেশে ফিরছেন তিনি। বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন আছেন। আর পার্টি চেয়ারম্যান জিএম কাদের এবং রওশন অনুসারীরা বিভক্ত হয়ে নিয়মিত রাজনৈতিক কর্মসূচীতে পরস্পরবিরোধী বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, প্রধান পৃষ্ঠপোষক দেশে ফিরলেই জাতীয় পার্টির চূড়ান্ত ভাঙন দৃশ্যমান হবে। চেয়ারম্যানকে দূরে রেখে রওশন এরশাদের আহ্বায়িত সম্মেলন সম্পন্নই হবে জাপায় ভাঙনের সর্বশেষ ‘পেরেক’। দৃশ্যত রওশন এরশাদের হাত ধরে এই ভাঙন হলেও চেয়ারম্যান পন্থি নেতারা বলছেন, প্রধান পৃষ্ঠপোষক নিজ সিদ্ধান্তে সম্মেলনের ডাক কিংবা পৃথক শিবির সৃষ্টি করেননি। এরশাদপুত্র এমপি সাদ এরশাদ ও জাপা থেকে বিচ্ছিন্ন কিছু নেতাদের ইন্ধনে চাপের মুখে বিভক্তিমূলক কর্মকাণ্ড করছেন তিনি।

যদিও জাপায় ভাঙন নতুন কোনো ঘটনা নয়। দলটিতে ভাঙনের বহু ইতিহাস রয়েছে। রাজনৈতিক মহলে চাউর রয়েছে, নির্বাচন এলেই আসন বৃদ্ধির কৌশল হিসেবে হিসেবে দলটিতে ঘটে নানা নাটকীয়তা। পাশাপাশি নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা দলের সঙ্গে জাপা’র বিভক্ত সবগুলো নেতৃত্বই যোগাযোগ রক্ষা করে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ মুখোমুখি অবস্থানে রয়েছেন। দলের মধ্যে আলোচনা হচ্ছে পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব এবং নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষ-বিপক্ষ নিয়ে।

চেয়ারম্যান আগে থেকেই ইভিএমের বিরুদ্ধে কথা বলছেন। তার বক্তব্যের সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নীতিগত অবস্থানের মিল। অসমর্থিত সূত্রে এমনও শোনা যাচ্ছে, লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন করেছেন জিএম কাদের। তবে মাঠের রাজনীতিতে শক্তিশালী অবস্থানে থাকা বিএনপির কাছে খুব একটা পাত্তা পায়নি জাপা।

অপরদিকে, রওশন এরশাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইভিএমে নির্বাচনকে তিনি গ্রহণযোগ্য বলে বিশ^াস করেন। যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশই ইভিএম চাচ্ছে না। রাজনৈতিক মহলে রওশনের ইভিএম সাপোর্ট করাকে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে পুনরায় ‘কথিত’ বিরোধী দলে থাকার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, সম্ভবত রওশন এরশাদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির হিসেব মিলে গেছে। তবে দলের নেতৃত্ব জিএম কাদেরের হাতে থাকায় আসন ভাগাভাগির চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে পার্টি প্রধানের চেয়ারে বসতে মরিয়া হয়ে সম্মেলনের ডাক দিয়ে অনুসারীদের দ্বারা দৈনিক কর্মসূচী করাচ্ছেন। এতে করে রাজনৈতিকভাবে এক ধরনের চাপ ও সংকটের মুখে পড়ছে জিএম কাদের এবং তার অনুসারীরা।

রওশন এরশাদের ডাকা সম্মেলন আগামী ২৬ নভেম্বর হওয়ার কথা রয়েছে। এ নিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দলের গঠনতন্ত্র মোতাবেক রওশন এরশাদের সম্মেলন ডাকার এখতিয়ার নেই। সম্মেলন ডাকার পর পরই দলে রওশনপন্থি হিসেবে চিহ্নিত প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করে প্রতিক্রিয়া প্রকাশ করেন চেয়ারম্যান। এছাড়া রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্পিকারের কাছে লিখিত দেওয়া হয়েছে। সম্প্রতি জিএম কাদের পন্থি নেতারা রওশন এরশাদকে ‘ক্যান্সার’ অভিহিত করে বক্তব্য দিয়ে বলেছে, শরীরের ক্যান্সার আক্রান্ত অংশ যেভাবে কেটে ফেলে দিতে হয়, তেমনি দলের জন্য ক্ষতিকর কাউকে দলে রাখা হবে না।

তবে রওশনপন্থিদের দাবি, ম্যাডাম (রওশন এরশাদ) দেশে ফিরে আসলে চিত্র পাল্টে যাবে। এখন যারা দলে জি এম কাদেরপন্থি বলে পরিচিত তারা অনেকে রওশন এরশাদের কাছে চলে আসবেন। এখনও অনেক সংসদ সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা বলছেন, জি এম কাদের দলের গঠনতন্ত্রের ২০/১-ক ধারা অনুযায়ী তাদের বহিষ্কারের ভয় দেখাচ্ছেন। শুধু তা-ই নয়, কেউ জি এম কাদেরের বিরুদ্ধে গেলে তাকে আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়ারও ভয় দেখানো হচ্ছে! যে কারণে সংসদ সদস্যরা ভয়ে চুপ আছেন। কিন্তু যখন রওশন এরশাদ দেশে আসবেন এবং সরকারের পুরোপুরি সমর্থন পেয়ে যাবেন, তখন জাতীয় পার্টির অনেক সংসদ সদস্য রওশন এরশাদের দলে ভিড়বেন। জি এম কাদের চাইলেও সেসময় কিছু করতে পারবেন না।

রওশন এরশাদ ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন, জি এম কাদের জাতীয় পার্টির সংসদ সদস্যদের দল থেকে বহিষ্কার এবং আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়াা ভয় দেখিয়ে নেতাদের চুপ করিয়ে রেখেছেন। এ কারণে এখন তারা কিছু বলছেন না। রওশন এরশাদ দেশে ফিরে আসলে সবাই উনার সঙ্গে থাকবেন এবং দলের সম্মেলনে অংশ নেবেন।

‘রওশন এরশাদ চান না দলে বিদ্রোহ হোক। তিনি চান যাদের বহিষ্কার করা হয়েছে সবাইকে নিয়ে দলকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে অংশ নিতে। এ কারণেই সম্মেলনের ডাক দিয়েছেন। আশা করি, তিনি দেশে ফিরে আসলে সবাইকে নিয়ে বসে এটার সমাধান করতে পারবেন’- যোগ করেন গোলাম মসীহ্।

অন্যদিকে জি এম কাদেরপন্থি জাতীয় পার্টির নেতারা বলছেন, রওশন এরশাদের পক্ষ থেকে জি এম কাদেরকে কিছু নাম দেওয়া হয়েছিল। মূলত যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের দলে ফিরিয়ে নিতে। কিন্তু জি এম কাদের তাদের দলে ফিরিয়ে নেননি। এখনও তিনি তার অবস্থানে অনড়। তার অবস্থান পরিবর্তন না করলে জাতীয় পার্টিতে আরেক দফা ভাঙন অনিবার্য।

তারা আরও জানান, বর্তমানে রওশন এরশাদের সঙ্গে যে দুজন আছেন (গোলাম মসীহ ও কাজী মামুনুর রশীদ), তারা কিছুই করতে পারবেন না যদি সরকারের পক্ষ থেকে সমর্থন দেওয়া না হয়। এখন রওশন এরশাদ দেশে ফিরে আসলে এবং সরকার যদি তাদের সমর্থন দেয় তাহলে বর্তমানে যারা জি এম কাদেরের সঙ্গে আছেন তাদের কেউ কেউ রওশন এরশাদের সঙ্গে ভিড়তে পারেন।

যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া

সরকারের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে: রিজভী

সরকারের নতজানু নীতির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ আশকারা পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র

বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই যুক্তিতে ২০১৪ সালে ভোট বর্জন করলেও সেই

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: কাদের

নির্বাচিত সরকারকে হটাতে দেশি-বিদেশি চক্র নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

এক দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

বৃষ্টির পরও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি

তাপপ্রবাহে অতি উচ্চঝুঁকিতে বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ

ফরিদপুরের মধুখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা জিম্বাবুয়ের

সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীর জয় নিয়ে বিতর্ক

বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সংবর্ধনা

ভিসা জটিলতায় এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে আশংকা

মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির হোতা ফখরুজ্জামানসহ গ্রেপ্তার ২

২১ কোটি টাকা আত্মসাৎ, স্ত্রীসহ সাইমেক্সের এমডি কারাগারে

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৫ জুন

উপজেলায় সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত: ত্রাণ প্রতিমন্ত্রী

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে অব্যাহতি

যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের